Posts

জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি

Image
  তাকওয়া: জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি পোস্টের বিষয়বস্তু: ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা মানুষকে শুধুমাত্র আখিরাতের জন্য প্রস্তুত করে না, বরং দুনিয়াকেও সুন্দরভাবে পরিচালনার শিক্ষা দেয়। এই শিক্ষার মূল ভিত্তি হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহভীতি। তাকওয়া কী? তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করে এমনভাবে জীবন যাপন করা, যাতে তিনি অসন্তুষ্ট হন এমন কোনো কাজ না করা হয়, আর তাঁর সন্তুষ্টির কাজগুলো করা হয় নিরলসভাবে। তাকওয়া অর্জনের উপায়সমূহ: নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কুরআন তিলাওয়াত ও বোঝার চেষ্টা করা হারাম ও সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকা ভালো লোকদের সঙ্গ গ্রহণ করা আত্মসমালোচনা করা এবং ইখলাসের সঙ্গে তাওবা করা আখিরাতের সাফল্য: আল্লাহ বলেন: “নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি তাকওয়াযুক্ত।” (সূরা হুজুরাত, আয়াত ১৩) এই আয়াত আমাদের জানিয়ে দেয়, কেবল বংশ, ধন, জ্ঞান বা প্রভাব নয়—আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি শুধুমাত্র তাকওয়া যদি আমরা চাই দুনিয়া ও আখিরাতে সফল হতে, তবে তাকওয়াকে আমাদের জীবনের মূলনীতিতে পরিণত করতে হবে। এটা কেবল একটি শব্দ নয়, বরং একটি জীবনব্যবস্থা।

জামিয়া মিরক্বাতুল উলুম গয়াসপুর মাদ্রাসা পরিচিতি

Image
  জামিয়া মিরক্বাতুল উলুম গয়াসপুর মাদ্রাসা পরিচিতি.............. নাম: জামিয়া মিরক্বাতুল উলুম গয়াসপুর মাদ্রাসা। অবস্থান: বাংলাদেশ, সিলেট, মৌলভীবাজার, রাজনগর উপজেলার গয়াসপুর ইন্দেশ্বর পরগনায়। স্থাপিত: ১৯৫৮ ইংরেজি  প্রতিষ্ঠাতা ও মোহতামিম, আল্লামা শায়েখ আব্দুল মুয়ীয ইন্দেশ্বরী রহ. বর্তমান মোহতামিম: আব্দুল মুয়ীয রহ. এর সাহেবজাদা, মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী।  বিভাগ: মক্তব আউয়াল থেকে দাওরায়ে হাদীস, নূরানী, হিফজ। বোর্ড: আল হাইয়্যাতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, সিলেট আযাদ দ্বীনি এদ্বারা, হুফফাজুল কুরআন বাংলাদেশ  সহ রয়েছে আরও বিভিন্ন শিক্ষাবোর্ড।  শিক্ষক সংখ্যা: ৩০ জন ছাত্র সংখ্যা: প্রায় ৩০০ কর্মচারী: ২ জন  ভবন সংখ্যা: তিন তলা বিশিষ্ট দুটি ভবন।  আবাসিক/অনাবাসিক  মোবাইল নাম্বার ও সার্বিক যোগাযোগ: 01712902788 (মোহতামিম)  তথ্য প্রদানকারী: মাওলানা আব্দুস সালাম কুলাউড়ী 01792564610  তাং 05/05/2025 ইংরেজি