জামিয়া মিরক্বাতুল উলুম গয়াসপুর মাদ্রাসা পরিচিতি
জামিয়া মিরক্বাতুল উলুম গয়াসপুর মাদ্রাসা পরিচিতি..............
নাম: জামিয়া মিরক্বাতুল উলুম গয়াসপুর মাদ্রাসা।
অবস্থান: বাংলাদেশ, সিলেট, মৌলভীবাজার, রাজনগর উপজেলার গয়াসপুর ইন্দেশ্বর পরগনায়।
স্থাপিত: ১৯৫৮ ইংরেজি
প্রতিষ্ঠাতা ও মোহতামিম, আল্লামা শায়েখ আব্দুল মুয়ীয ইন্দেশ্বরী রহ.
বর্তমান মোহতামিম: আব্দুল মুয়ীয রহ. এর সাহেবজাদা, মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী।
বিভাগ: মক্তব আউয়াল থেকে দাওরায়ে হাদীস, নূরানী, হিফজ।
বোর্ড: আল হাইয়্যাতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, সিলেট আযাদ দ্বীনি এদ্বারা, হুফফাজুল কুরআন বাংলাদেশ সহ রয়েছে আরও বিভিন্ন শিক্ষাবোর্ড।
শিক্ষক সংখ্যা: ৩০ জন
ছাত্র সংখ্যা: প্রায় ৩০০
কর্মচারী: ২ জন
ভবন সংখ্যা: তিন তলা বিশিষ্ট দুটি ভবন।
আবাসিক/অনাবাসিক
মোবাইল নাম্বার ও সার্বিক যোগাযোগ: 01712902788 (মোহতামিম)
তথ্য প্রদানকারী: মাওলানা আব্দুস সালাম কুলাউড়ী 01792564610
তাং 05/05/2025 ইংরেজি
Comments
Post a Comment