জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি
তাকওয়া: জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি
পোস্টের বিষয়বস্তু:
ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা মানুষকে শুধুমাত্র আখিরাতের জন্য প্রস্তুত করে না, বরং দুনিয়াকেও সুন্দরভাবে পরিচালনার শিক্ষা দেয়। এই শিক্ষার মূল ভিত্তি হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহভীতি।
তাকওয়া কী?
তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করে এমনভাবে জীবন যাপন করা, যাতে তিনি অসন্তুষ্ট হন এমন কোনো কাজ না করা হয়, আর তাঁর সন্তুষ্টির কাজগুলো করা হয় নিরলসভাবে।
তাকওয়া অর্জনের উপায়সমূহ:
নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা
কুরআন তিলাওয়াত ও বোঝার চেষ্টা করা
হারাম ও সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকা
ভালো লোকদের সঙ্গ গ্রহণ করা
আত্মসমালোচনা করা এবং ইখলাসের সঙ্গে তাওবা করা
আখিরাতের সাফল্য:
আল্লাহ বলেন:
“নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি তাকওয়াযুক্ত।”
(সূরা হুজুরাত, আয়াত ১৩)
এই আয়াত আমাদের জানিয়ে দেয়, কেবল বংশ, ধন, জ্ঞান বা প্রভাব নয়—আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি শুধুমাত্র তাকওয়া
যদি আমরা চাই দুনিয়া ও আখিরাতে সফল হতে, তবে তাকওয়াকে আমাদের জীবনের মূলনীতিতে পরিণত করতে হবে। এটা কেবল একটি শব্দ নয়, বরং একটি জীবনব্যবস্থা।
Comments
Post a Comment